নিজস্ব প্রতিবেদক

  ২০ মে, ২০১৭

সাংবাদিকদের ওপর নজরদারি বাকশালের বহিঃপ্রকাশ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশ ভ্রমণরত সাংবাদিকদের ওপর নজরদারি সংক্রান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্কুলার ‘একদলীয় বাকশালের’ বহিঃপ্রকাশ। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। রিজভী বলেন, ‘সাংবাদিক ও গণমাধ্যম গণতন্ত্রের একটি মূল ভিত্তি। তাদের স্বাধীনতাকে আজকে বাংলাদেশে সংকুচিত করা হয়েছে। আজকে সত্য উচ্চারণ বন্ধ করেছে, মিডিয়ার ওপর স্বঘোষিত নিয়ন্ত্রণ জারি করেছে। এখন তাদের চলাচলের ওপরে নজদারি করছে। এটা কোনো গণতান্ত্রিক সরকার করে না; নিষ্ঠুর, ঘাতক, বাকশাল, একদলীয় সরকার এ ধরনের কর্মকা- করে। সরকারের এহেন কর্মকা-ের নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, আজকে দেশে দুঃশাসনের মধ্যেও কেউ কেউ প্রতিবাদ করছেন, স্বাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকেও কেউ কেউ প্রতিবাদ করছেন। যেমন বর্তমান প্রধান বিচারপতি করছেন। অন্যায় কখনো মাটিচাপা দেওয়া যায় না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist