নিজস্ব প্রতিবেদক

  ২৮ মার্চ, ২০২০

নিম্নআয়ের মানুষের খাদ্য সহায়তায় বিমানবাহিনী

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে গত বৃহস্পতিবার থেকে বিমানবাহিনীর সবঘাঁটি ও পাশর্^বর্তী এলাকায় নিম্নআয়ের মানুষকে চাল, ডাল, পেঁয়াজ, সাবান, ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ শুরু করেছেন তারা। গতকাল শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল-করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর আরো জানায়, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় বাংলাদেশে এই ভাইরাসের ঝুঁকি বিবেচনায় সরকার সশস্ত্রবাহিনী মোতায়েন করেছে। সশস্ত্রবাহিনী বিভাগের নির্দেশনায় জাতীয় যেকোনো দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী ও নৌবাহিনীকে সার্বিক সহায়তা করে থাকে বিমানবাহিনী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close