নিজস্ব প্রতিবেদক

  ০৪ ডিসেম্বর, ২০১৯

সওজের সাবেক প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি মামলা

অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মুদ্রা পাচারের অভিযোগে সড়ক ও জনপথ অধিদফতরের সাবেক প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবালের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

মামলায় বলা হয়, আসামি ফিরোজ ইকবাল ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির আশ্রয় নিয়ে নিজের নামে ৬৪ লাখ ৬৭ হাজার ৩৬ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে ৩৩ লাখ ৯৮ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন তিনি। এ ছাড়া দুদকের অনুসন্ধানে তার নামে বিভিন্ন ব্যাংকে ১ কোটি ৫৭ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে উল্লেখ করে মামলায় আসামির বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২ এর ৪(২) ও (৩) ধারায় অভিযোগ আনা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close