বগুড়া প্রতিনিধি

  ২৬ অক্টোবর, ২০১৯

এবার বগুড়ায় পায়ুপথে বাতাস দিয়ে কিশোরকে হত্যা

বগুড়ার কাহালুতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ১২ বছর বয়সি আলাল হোসেন ফকির নামের ওই কিশোর স্থানীয় একটি জুট মিলের কর্মী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যতিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মুরইল এলাকার আফরিন জুট মিলে এ ঘটনা ঘটে। নিহত আলাল কাহালুর ঢাকন্তা গ্রামের মোতাহার আলী ফকিরের ছেলে। জানা গেছে, সকাল থেকে মিলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল। বেলা ১১টার দিকে শ্রমিক যতিন হাওয়া মেশিনের পাইপ দিয়ে আলালের পায়ুপথে বাতাস দেয়। এতে আলালের পেট ফুলে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে আলালকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ জুট মিল থেকে যতিনকে গ্রেফতার করে। সে শাজাহানপুর উপজেলার খরনা গ্রামের সন্তোষ কুমারের ছেলে। কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো কোনো মামলা হয়নি। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, পায়ুপথে বাতাস ঢোকানোর কারণে পেটের নাড়িভুঁড়ি ছিঁড়ে যাওয়ায় রক্ত সঞ্চালন বন্ধ হয়ে শিশুটি মারা গেছে। হাসপাতালের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বলেন, বিকেল তিনটার দিকে আলাল নামে ওই রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আফরিন জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

শিশুটির বাবা মোজাহার আলী বলেন, ‘সংসারত অভাব ঘুচাবার জন্যি ছলডা কারখানাত কাজ লিচল। বিয়ানবেলা ছলডা কারখানাত যাবার সময় কয় সন্ধ্যাত আসিচ্চি, সন্ধ্যাবেলা আসপ্যার কথা কয়্যা ছলডা আর ফিরলনা। এখন হামার সংসার ক্যামনে চলবি।’ প্রসঙ্গত, ২০১৬ সালে খুলনায় রাকিব নামে এক শিশুকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনা ঘটে। এটি দেশ-বিদেশে বেশ আলোড়ন সৃষ্টি করে। সেই মামলায় আসামিদের মৃত্যুদন্ড হলেও তা আপিলে কমে যাবজ্জীবন হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close