সাভার প্রতিনিধি

  ০৮ নভেম্বর, ২০১৮

ফোনালাপে আড়িপাতা অনৈতিক কাজ : ডা. জাফরুল্লাহ

ফোনালাপে আড়ি পেতে সরকার অনৈতিক কাজ করেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘এ ছাড়া সেই ফোন আলাপের কথা, কিছু মিডিয়া প্রচার করে সরকারের অনৈতিক কাজকে সমর্থন করেছে।’ গতকাল বুধবার বিকেলে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের কারণে গণস্বাস্থ্য কেন্দ্রের ওপর এসব আক্রমণ ও হামলা-মামলা হচ্ছে। ৩০ বছরেরও বেশি সময় যাবৎ গণস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অথচ এখন বহিরাগত কিছু লোক পিএইচএ ভবনের মূল ফটক ভেঙে নিয়ে গেছে। ভেতরে প্রবেশ করে নারী শিক্ষার্থীদের লাঞ্ছিত করেছে। এ ছাড়া অন্য কর্মীদেরও মারধর করেছে তারা। এসব অন্যায় কাজে বাধা দেওয়া তো দোষের কিছু না।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমি ফোনে আমার লোকদের এসব ঘটনা প্রতিহত করার কথা বলেছি। নারীদের নির্যাতনের অভিযোগে এখনো কেন মামলা দায়ের করা হয়নি, এসব বিষয়ে বলেছি। আমাদের প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে আমরা একসঙ্গে কথা বলতেই পারি। তা বিকৃতভাবে প্রকাশ করার কিছু নেই। এ ছাড়া নিজেদের অস্তিত্ব বাঁচাতে গণস্বাস্থ্য কেন্দ্র সংশ্লিষ্টদের এই পরামর্শ দেওয়া হয়েছে। তাই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে এর জন্য ফোনে পরামর্শ দেওয়া দোষের কিছু নয়।’ সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন ট্রাস্টি বোর্ডের পরিচালক সাইফুল ইসলাম শিশিরসহ গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close