বিশেষ প্রতিনিধি, রাজশাহী

  ১৩ অক্টোবর, ২০১৮

বিএনপির আর রাজনীতি করা উচিত নয় : প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘গ্রেনেড হামলার রায়ের পর বিএনপির আর রাজনীতি করা উচিত নয়। ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা এবং ৩ নভেম্বর জেল হত্যার মধ্যে দিয়ে দেশের মানুষ বিশ্বাস করে বিএনপি রাজনীতি করার যোগ্যতা হারিয়েছে। তিনি বলেন, এখন জনগণ শান্তি চায়, খুনিদের সঙ্গে ঐক্য চায় না। গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষ শুধু দু’বেলা দু’মুঠো পেটপুরে খেয়ে-দেয়ে বেঁচে থাকতে চায়। তারা দেশে কোনো অশান্তি চায় না। ইতোমধ্যে তাদের মনে বিশ্বাস জন্ম নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে। গতকাল শুক্রবার বিকেলে রাজশাহীর বাঘা উপজেলা শাখার আয়োজনে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করারও আহ্বান জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close