নিজস্ব প্রতিবেদক

  ০৫ এপ্রিল, ২০১৮

রাজধানীতে শিলাবৃষ্টি

রাজধানীতে গতকাল বুধবার দুপুরে এক পশলা বৃষ্টির সঙ্গে সমান তালে পড়েছে শিলা। ভ্যাপসা গরমের মধ্যে শিলাসহ বৃষ্টি জনজীবনে স্বস্তি আনলেও তা কারো কারো জন্য ছিল ভোগান্তির কারণ। দুপুরে উত্তর দিক থেকে কালো মেঘ এসে হঠাৎ ঢেকে যায় রাজধানীর আকাশ। বৃষ্টি শুরুর কিছুক্ষণ পরেই রাজধানীর বাড্ডা এলাকায় শিলা পড়তে থাকে। পাঁচ মিনিট বিরতি দিয়ে আবার ১৫ মিনিট ধরে শিলা পড়ে। এর সঙ্গে ছিল ঝড়ো হওয়া। বেলা ৩টার ৫০ মিনিটের দিকে বৃষ্টি থেমে যায়। এদিকে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়ে পথে থাকা মানুষ। অনেকেই আশপাশে দোকান, শপিংমলসহ বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। গতকাল ছিল চৈত্রের ২১ তারিখ। আগামী কয়েক দিন সারা দেশেই ঝড়-বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়া, আর্দ্রতা মিলে শিলা বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে কয়েক দিন কালবৈশাখীসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এপ্রিলের পূর্বাভাসে জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আসতে পারে বজ্রঝড়, শিলাবৃষ্টি। একইসঙ্গে চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ও নিম্নচাপ সৃষ্টি ও দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist