চট্টগ্রাম ব্যুরো

  ০৮ জুলাই, ২০১৮

সভায় বোর্ড চেয়ারম্যান

চট্টগ্রাম ওয়াসার পানি শতভাগ জীবাণুমুক্ত

চট্টগ্রাম নগরে সরবরাহ করা ওয়াসার পানি শতভাগ জীবাণুমুক্ত বলে জানিয়েছেন সংস্থাটির বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. এস এম নজরুল ইসলাম। শনিবার সকালে চট্টগ্রাম ওয়াসার ৪৭তম বোর্ড সভায় ওয়াসা চেয়ারম্যান এসব কথা বলেন। ওয়াসার পানি নিয়ে নগরবাসীকে উদ্বিগ্ন ও বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে প্রফেসর ড. এস এম নজরুল ইসলাম বলেন, হালিশহরসহ বিভিন্ন এলাকায় জন্ডিসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞ দল পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছেন। তাদের দেওয়া প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ আছে, ওয়াসার সরবরাহ করা পানিতে কোনো ধরনের জীবাণু নেই।

তিনি বলেন, রিজার্ভার ও টেপের পানিতে কোলায়ফর্ম ও ই-কোলি ভাইরাস পাওয়া যায়। বাসা-বাড়ির অপরিষ্কার রিজার্ভারের কারণেই এ ভাইরাস ছড়িয়েছে। সেসব পাইপ লাইন দিয়ে চট্টগ্রাম ওয়াসা পানি সরবরাহ করে তাতে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এসব পাইপ লাইন দিয়ে হ্যাপাটাইটিসই ভাইরাস-সংক্রমণের কোনো সম্ভাবনা নেই। সুতরাং নগরবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে। চট্টগ্রাম ওয়াসা বোর্ড সভার সিদ্ধান্তসমুহের অগ্রগতির প্রতিবেদন, আয়-ব্যয় সম্পর্কে প্রতিবেদন, প্রধান রাজস্ব কর্মকর্তার কার্যক্রমের প্রতিবেদন, প্রকল্পের কাজের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হয়। চট্টগ্রাম ওয়াসা দামপাড়াস্থ প্রধান অফিস ভবন কম্পাউন্ডের অভ্যন্তরে ২০তলা বহুতল ভবন নির্মাণ কাজের প্রথম পর্যায়ে ভবনের ফাউন্ডেশন এবং দুটি বেজমেন্টসহ তিনতলা পর্যন্ত ভবন নির্মান কাজের দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ আনুমোদন ও ব্যবস্থাপনা পরিচালকের প্রদত্ত ক্ষমতায় সম্পাদিত কাজে অর্থ বরাদ্দের বিষয় অবহিতকরণসহ বিভিন্ন বিষয়াদি আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সদস্য মো. জহুরুল আলম, শওকত হোসেন এফসিএ, এএফএম কবির মানিক, বেগম আবিদা আজাদ, এ এম আনোয়ারুল কবির, তপন চক্রবর্তী, জাফর আহমেদ সাদেক ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist