ক্রীড়া ডেস্ক

  ২৫ জুলাই, ২০১৭

অনভিজ্ঞতাকে দায়ী করলেন মিতালি

হাতের মুঠোয় থাকা ম্যাচ শেষ মুহূর্তে গিয়ে ফসকে গেল। এভাবে একটা সময় শিরোপার হাতছানি পাওয়া মিতালি রাজের দল হুট করেই পথ হারিয়ে বিশ্বকাপটাই হাতছাড়া করে ফেলল। এই হারের পর কারণ খোঁজলেন দলনায়ক মিতালি রাজও। এখনো হারের পর হতাশা থেকে বের হতে না পারা অধিনায়ক মিতালি বলছেন, ব্যাটসম্যানদের অনভিজ্ঞতার জন্যই জয় পায়নি দল।

জয়ের জন্য তখন প্রয়োজন ৬৩ রান, হাতে আছে ৭ উইকেট। এরপর দ্রুতই কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। অ্যানা ¯্রাবসোলের বোলিং তোপে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। মিথালির মতে, ইংল্যান্ড চাপের মুখে ভেঙে পড়েনি। মিতালি বলেছেন, ‘ইংল্যান্ডের জন্য কাজটা সহজ ছিল না। কিন্তু তারা চাপ সামলে ঘুরে দাঁড়িয়েছে। দলের ব্যাটসম্যানরা শেষের দিকে দাঁড়াতে পারেনি। আসলে এটা অনভিজ্ঞতার কারণেই হয়েছে। আশা করি ধীরে ধীরে তাদের অভিজ্ঞতার ঝুলি ভারি হবে, ভবিষ্যতে এ রকম পরিস্থিতি আসলে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না।’ ৩৪ বছর বয়সী মিতালি জানালেন, বিশ্বকাপের মঞ্চে তাকে আর দেখা যাবে না, ‘হয়তো এটাই আমার এবং ঝুলনের জন্য শেষ বিশ্বকাপ ছিল। এখন আমাদের ছাড়াও দল অনেক শক্তিশালী। তারা অনেক বেশি আত্মবিশ্বাসী, সবাই নিজের দায়িত্বটা বোঝে। আগামী দিনগুলোতে অন্য সব দলকে ভালো চ্যালেঞ্জ জানাবে আমার দলের মেয়েরা।’

তবে এ হারের পরও মেয়েদের পাশে পাছেন শচীন থেকে শুরু করে লিয়েন্ডার পেজ সবাই। শচীন টুইট করে জানালেন, ‘তোমাদের জন্য খারাপ লাগছে। গোটা টুর্নামেন্ট দারুণ খেললে। কিন্তু কখনো কখনো স্বপ্ন অধরাই থেকে যায়।’ প্রায় একই সুরে রোহিত শর্মার টুইট, ‘পুরো টুর্নামেন্টে দারুণ খেলেছ। একটা ম্যাচ হারলে ঠিকই, কিন্তু লক্ষ লক্ষ মানুষের হৃদয় জিতে নিয়েছ।’ লিয়েন্ডার পরামর্শ দিচ্ছেন, এই হারে যেন ভেঙে না পড়ে ভারতের মেয়েরা। তার টুইট, ‘ফল যাই হোক না কেন, চ্যাম্পিয়ন তোমরাই। আমাদের গর্বিত করেছো। মাথা উঁচু রেখো।’

এ ম্যাচে ভারতকে একাই হারিয়ে দিয়ে গেলেন ইংল্যান্ডের পেসার আনিয়া শ্রুবসোলে। ছয় উইকেট তুলে নিয়ে। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তিনি বলছিলেন, ‘অবিশ্বাস্য একটা খেলা হল। অনুভূতিটা বলে বোঝাতে পারব না। একটা সময় মনে হচ্ছিল, আমরা ম্যাচ থেকে হারিয়ে গিয়েছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist