নিজস্ব প্রতিবেদক

  ১৩ অক্টোবর, ২০১৯

সম্রাট হাসপাতাল থেকে কারাগারে

ক্যাসিনো-কা-ে গ্রেফতার যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে চিকিৎসার পর হাসপাতাল থেকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। গত ৬ অক্টোবর গ্রেফতারের পর সম্রাটকে নেওয়া হয়েছিল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। বুকে ব্যথা অনুভব করলে দুই দিন পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছিল। হৃদরোগ ইনস্টিটিউট থেকে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সম্রাটকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন ওই কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ইকবাল কবীর চৌধুরী। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সুস্থ বোধ করা তাকে হাসপাতাল থেকে কারাগারে আনা হয়েছে।’

গ্রেফতার হওয়ার পর যুবলীগ থেকে বহিষ্কার করা হয় সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি সম্রাটকে।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের ক্লাবপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে আসার পর আত্মগোপনে ছিলেন সম্রাট। গত ৬ অক্টোবর কুমিল্লা থেকে গ্রেফতারের পর সম্রাটকে সঙ্গে নিয়ে ঢাকার কাকরাইলের ভূইয়া ট্রেড সেন্টারে তার কার্যালয়ে অভিযান চালানো হয়। প্রায় ৫ ঘণ্টা অভিযান শেষে গুলিসহ একটি বিদেশি পিস্তল, ১১৬০টি ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ, দুটি ক্যাঙ্গারুর চামড়া এবং ‘নির্যাতন করার’ বৈদ্যুতিক সরঞ্জাম পাওয়ার কথা জানায় র?্যাব। ক্যাঙ্গারুর চামড়া পাওয়ার কারণে সম্রাটকে তাৎক্ষণিকভাবে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইনে তাৎক্ষণিকভাবে ছয় মাসের কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালত। সেদিনই তাকে পাঠিয়ে দেওয়া হয় কেরানীগঞ্জের কারাগারে।

এছাড়া তার বিরুদ্ধে রমনায় দায়ের করা মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে। দুই মামলায় তাকে ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন শুনানির অপেক্ষায় আছে। হাসপাতালে থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close