আদালত প্রতিবেদক

  ০২ অক্টোবর, ২০১৯

বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রধান বিচারপতির এজলাসে

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের এজলাসে টাঙানো হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১নং আদালত কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়।

এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, হাইকোর্টের রেজিস্ট্রার গোলাম রাব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঁইয়া ও হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

হাইকোর্ট দেশের সব আদালতে দুই মাসের মধ্যে জাতির পিতার প্রতিকৃতি টাঙানো ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির এজলাসে জাতির পিতার প্রতিকৃতি টাঙানো হলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close