নিজস্ব প্রতিবেদক

  ২৯ মে, ২০১৮

লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও ঢাকার সদরঘাটে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ মঙ্গলবার। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার জন্যই অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা

হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, অগ্রিম টিকিট বিক্রির ফলে যাত্রী ভোগান্তি কমবে।

গতকাল সোমবার বিকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক জানান, ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিআইডব্লিউটিএ ও লঞ্চমালিক সমিতি। আজ মঙ্গলবার থেকে সকল লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। টিকিট পাওয়া যাবে ৬ জুন পর্যন্ত। অন্যদিকে বিআইডব্লিউটিএ কর্তৃক পরিচালিত স্টিমারের অগ্রিম টিকিট ১ জুন থেকে পাওয়া যাবে।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলেন, এবারের ঈদে লঞ্চের ভাড়া বাড়ানো হবে না। নির্ধারিত ভাড়াতেই যাত্রী পরিবহন করা হবে। কোনো লঞ্চ মালিকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে দেওয়া হবে না। অতিরিক্ত যাত্রী পরিবহনে বিআইডব্লিউটিএ বিশেষ লঞ্চ সার্ভিস চালু করবে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist