আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ জুন, ২০১৭

আইএসের হাত থেকে পুনরুদ্ধার মারাউই

প্রায় এক মাসে শহরের চেহারাটাই যেন বদলে গেছে। বোমাবর্ষণ, গোলাগুলি, বিমান হানায় বিধ্বস্ত শহরটা। দিকে দিকে জ্বলছে আগুন। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ।

আজ কয়েক সপ্তাহের সেই লড়াইয়ের পর জঙ্গিদের হাত থেকে ফিলিপিন্সের দক্ষিণ মারাউই শহরের পুনরুদ্ধার করল সেনা! এই লড়াইয়ের বলি হয়েছেন অন্তত ৩০০ মানুষ। এশিয়ার খ্রিস্টান অধ্যুষিত দেশ ফিলিপিন্সের মারাউই শহরে মুসলিমদের বাস। গত ২৩ মে সেখানেই শুরু হয় জঙ্গি তা-ব। শহরের বুকে উড়েছিল ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর কালো পতাকাও। এক মাস ধরে জঙ্গিদের সেই তা-ব দেখছে মারাউই। ফিলিপিন্সের এই শহরজুড়ে যেন ইরাকের মসুল শহরের ছায়া! তাই কড়া হাতে জঙ্গি দমনে অভিযানে নেমেছে সেনা। এমনকি এই লড়াইয়ে প্রযুক্তিগতভাবে ফিলিপিন্সের পাশে ছিল আমেরিকা। ধীরে ধীরে শহরটা পুনরুদ্ধারের পথেই এগোচ্ছিল সেনা। তাতে পিছুও হটছিল জঙ্গিরা। পুরোপুরিভাবে শহরের পুনর্দখল নিতে আরো বেশি সেনা নামানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট দুতের্তে। সেইমতো আজ মধ্য ফিলিপিন্স থেকে নতুন করে ৪০০ সেনা উড়িয়ে নিয়ে যাওয়া হয় মারাউইতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist