আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ মার্চ, ২০১৯

আবারও মাসুদ আজহারের পাশে চীন

পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ করার প্রক্রিয়া আরও একবার থমকে গেল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীনের বাধায় মাসুদ আজহারকে নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

ভারতের উত্থাপিত এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেনসহ বিভিন্ন দেশ। কিন্তু চীনের বিরোধিতায় মাসুদ আজহারকে জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় আনা সম্ভব হয়নি। এ ঘটনায় ভারত ‘হতাশ’ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মাসুদ আজহারকে নিষিদ্ধ তালিকায় আনার চেষ্টা এবারই প্রথম নয়। দশ বছর ধরেই ভারত সরকার বিষয়টির জন্য আহ্বান জানিয়ে আসছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর কাছে।

কিন্তু বেইজিংয়ের আপত্তিতে প্রত্যেকবারই তাদের হোঁচট খেতে হয়েছে। পুলওয়ামায় জঙ্গি হামলার পর নয়াদিল্লির চেষ্টায় এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মাসুদ আজহারের ভূমিকা সামনে চলে আসায় প্রধানত যুক্তরাষ্ট্রই উঠে পড়ে লেগেছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close