আন্তর্জাতিক ডেস্ক

  ২১ জানুয়ারি, ২০১৯

মার্কিন হস্তক্ষেপ ভেনিজুয়েলার প্রতি ইরানের সমর্থন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভেনিয়েজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়ে ইরান। তেহরান বলেছে, ল্যাটিন আমেরিকার এই দেশটির বৈধ সরকারের প্রতি ইরানের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ওয়াশিংটনের অবৈধ হস্তক্ষেপের মোকাবিলায় ভেনিজুয়েলার সরকার ও জনগণের প্রতি ইরান সমর্থন জানিয়ে যাবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত ১২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে এক বক্তৃতায় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন সরকারকে ‘অবৈধ’ সরকার বলে অভিহিত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close