আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ ডিসেম্বর, ২০১৮

প্রভু অসুস্থ, হাসপাতালে ৪ পোষ্য

হাপিত্যেশ নয়নে চার সারমেয় ঠায় দাঁড়িয়ে আছে দরজায়। সে দরজার এক পাশে হুইলচেয়ার। ভেতরে তাদের প্রভুর চিকিৎসা চলছে।

সম্প্রতি ব্রাজিলের এক হাসপাতালের এমনই এক ছবি মন ভরিয়ে দিয়েছে নেট দুনিয়ার। ছবিটি দিন কয়েক আগে শেয়ার করেছেন ওই হাসপাতালেরই এক নার্স।

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভবঘুরে এক মানুষকে। পথেই তার বাস। সে পথেই তার কর্মকান্ড। আর সেই পথেই হয়ে গিয়েছিল তার এই চার বন্ধু। ভবঘুরে মানুষটার বিপদে-আপদে তারাই ছিল ভরসা। ব্রাজিলের সেই হাসপাতালের নার্স ক্রিস মামপ্রিম ফেসবুকে লিখছেন, ‘আমি যে হাসপাতালে কাজ করি, দেখি রাত ৩টার সময় সেখানে চারটে কুকুর দাঁড়িয়ে আছে। ওদের প্রভু অসুস্থতার কারণে ভর্তি হয়েছে হাসপাতালে। আর ওরা সারাক্ষণ প্রভুর অপেক্ষায় হাসপাতালের দরজায় দাঁড়িয়ে রয়েছে।’ ৮০ হাজারেরও বেশি ফেসবক ইউজার এই পোস্টটিকে শেয়ার করেছেন। ক্রিস জানিয়েছেন, ভবঘুরে ওই ব্যক্তির নাম সিজার। ফেসবুকে তিনি লিখেছেন, ‘পথেই দিন গুজরান হয় সাধারণ ছাপোষা ওই মানুষটার। ক্ষুধা, ঠান্ডা, ব্যথা সব কিছু তাড়াতেই অন্য মানুষের সাহায্যের ওপর নির্ভর করে থাকতে হয় মানুষটাকে। তারই সব সময়ের সঙ্গী এই চার সারমেয়।’ ব্রাজিলের অল্টো ভেলের ওই হাসপাতালের এমন ছবি নাড়িয়ে দিয়েছিল সেখানকার চিকিৎসক থেকে কর্মীদের সবাইকে। ক্রিস জানিয়েছেন, সিজারের বন্ধুদের এমনতর ভালবাসা দেখে হাসপাতালের সবার মন জুড়িয়ে গিয়েছে। হাসপাতালের তরফে যতœ সহকারে খাওয়ানো হয় ওই সারমেয়দের। নিজের জন্য দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করতে গিয়েই নাস্তানাবুদ হতে হয় ভবঘুরে সিজারকে। তবে নিজের খাবার জুটুক আর না জুটুক, নিজের সারমেয় বন্ধুদের জন্য রোজ নিয়ম করে খাবারের বন্দোবস্ত করেন সিজার।

ক্রিস মামপ্রিম বলছেন, ‘প্রত্যেকটা কুকুরেরই খুব যতœ করা হয়। ওদের চেহারাই সে কথাটা বলে দিচ্ছে। আর ওদের দেখে আর একটা বিষয় পরিষ্কার যে, ওরা কতটা প্রভুকে ভালবাসে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close