পীরগাছা (রংপুর) প্রতিনিধি

  ৩১ মার্চ, ২০২০

পীরগাছায় রেল ইঞ্জিনের ধাক্কায় নিহত ৪

রংপুরের পীরগাছার অন্নদানগর রেলস্টেশন সংলগ্ন রেলগেটে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটোচালকসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর তিনজন যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার দুপুরে পীরগাছার অনন্তরাম দশগাঁ কোনাপাড়া মেয়ে জামাইয়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে লালমনিরহাট যাওয়ার পথে অন্নদানগর রেলস্টেশনের দক্ষিণ গেটে পৌঁছলে পার্বতীপুর লোকো শেড থেকে বোনারপাড়াগামী একটি ইঞ্জিন অটো রিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই পীরগাছার কিসামত সুখানপুকুর গ্রামের অটোচালক হামিদুল ইসলাম দুখু (৩৫), লালমনিরহাটের নুরন্নাহার বেগম (৩২)সহ দুজন মারা যান। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে মোস্তাফিজার রহমান (৩০) ও সুমী বেগম (২৮) নামে আরো দুজন মারা যায় এবং আহত ফেরদৌসী বেগম ও হামিদা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অন্নদানগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ওই রেলগেটে কোন গেটম্যান ছিলেন না। দুর্ঘটনার সংবাদ পেয়ে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close