কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০২০

সরকারি নির্দেশনা অমান্য

কাউখালীতে ৯ ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে করোনাভাইরাস প্রতিরোধে দূরত্ব বজায় না রাখা ও নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রেখে জনসমাগম করায় ৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাতে উপজেলার হাসপাতাল সড়ক, কাউখালী বাসস্ট্যান্ড, তালুকদার হাট, গাজীরহুলার হাটে এ অভিযান পরিচালনা করা হয়। ৯ ব্যবসায়ীকে ৬ হাজার ৬শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে জনসমাগম না করার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। এ কারণে সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনসমাগম বন্ধের জন্য উপজেলা প্রশাসন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জরিমানা,কাউখালী,ব্যবসায়ী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close