নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৩ এপ্রিল, ২০২৪

সিদ্ধিরগঞ্জে ডাকতির মামলায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ 

ছবি: প্রতিদিনের সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের তথ্যমতে ডাকাতি হওয়া তিন ভরি স্বর্ণ উদ্ধারসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ডাকাত দলের সর্দার কামাল গাজী ওরফে আদল শেখ ওরফে বাদশা, রফিকুল ইসলাম ওরফে সজিব (২৯) ও আকাশ (১৮)।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, গত ১৮ এপ্রিল রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকায় জানালার গ্রিল কেটে অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জন ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৫১ ভরি ১১ আনা স্বর্ণ, পাঁচটি মোবাইল ফোন, একটি ম্যাকবুক এবং নগদ ১০ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা করা হয়। পরে সোমবার (২২ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারায়ণগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close