reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জুলাই, ২০১৮

২৪ স্ত্রী রাখার সাজা গৃহবন্দি!

কানাডায় ২৪ স্ত্রী রাখার দায়ে উইন্সটন ব্লাকমোর নামের ৬১ বছর বয়সী এক ব্যক্তিকে ৬ মাসের গৃহবন্দির আদেশ দিয়েছে ব্রিটিশ-কলম্বিয়া সুপ্রিম কোর্ট। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই ব্যক্তির ২৪ স্ত্রী'র পাশাপাশি ১৪৯ সন্তানও রয়েছে।

বহুবিবাহের দায়ে সম্প্রতি দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন ব্রিটিশ-কলম্বিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি। উইন্সটন ব্লাকমোর ২৪ স্ত্রী এবং জেমস অলার নামের অপরজন ৫ স্ত্রী রাখার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

ওই আদালত ব্লাকমোরকে ৬ মাসের গৃহবন্দির আদেশ দিয়েছে। আদেশে বলা হয়েছে, গৃহবন্দি থাকাকালীন ব্লাকমোর কাজের জন্য বাইরে যেতে পারবেন এবং জরুরি চিকিৎসা সেবা নিতে পারবেন।

এদিকে, একই আদালত জেমস অলারকে তিনমাসের গৃহবন্দির আদেশ দিয়েছে। আদালতে বলেছে, ব্লাকমোরকে সর্বমোট ১৫০ ঘণ্টা এবং অলারকে ৭৫ ঘণ্টা জনসেবামূলক কাজ করতে হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কানাডা,সাজা,গৃহবন্দি,২৪ স্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist