reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০১৮

বাড়িতে টাকার বিছানা!

ভারতের উত্তরপ্রদেশের একটি বাড়ি থেকে শতকোটির বাতিল রুপি উদ্ধার করেছে পুলিশ। গণমাধ্যমে এ উদ্ধারের খবর আসার আগেই পুলিশ কর্মকর্তারা কানপুরের ওই বাড়িতে থাকা রুপির মধ্যে ৯৭ কোটির গণনা শেষ করেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক অশোক ক্ষেত্রির মানি এক্সচেঞ্জের ব্যবসা আছে।

ঘরের ভেতরে সাজিয়ে রাখা অর্থের সবই ৫০০ ও ১০০০ রুপির নোট; ২০১৬ সালে এক আচমকা ঘোষণায় যেগুলো বাতিল করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। ‘এক ব্যক্তির কানপুরের বাড়িতে কোটি রুপির বাতিল নোট আছে খবর পেয়ে সেখানে অভিযান চালাই আমরা’-বলেন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এ কে মিনা। রুপি গণনার কাজ তখনো চলছিল বলে জানিয়েছিলেন তিনি।

রুপি উদ্ধারের কথা রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং কর কর্মকর্তাদের জানানোও হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ জনকে আটক করা হয়েছে। বাড়ির মালিকসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শতকোটির বাতিল রুপি,টাকার বিছানা,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist