রংপুর ব্যুরো

  ০৮ এপ্রিল, ২০২৪

জাপায় বিভেদ তৈরিতে ভূমিকা রাখছে সরকার

- জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জি এম কাদের অভিযোগ করেছেন, ‘দুর্ভাগ্যক্রমে জাতীয় পার্টির মধ্যে বিভেদ তৈরি করা, দ্বন্দ্ব তৈরি করার বিষয়ে সরকারের একটা ভূমিকা আমরা সব সময় লক্ষ্য করি। রেজিস্টার্ড জাতীয় পার্টি হিসেবে একমাত্র আমরাই আছি। অন্যরা যারা এই নামে করার চেষ্টা করছেন, তাদের আইনগত কোনো ভিত্তি নেই।’

গতকাল রবিবার বিকেলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭ দিনের রংপুর সফরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি পার্বত্য এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তায় সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন।

এ সময় দলটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা আহ্বায়ক আলাউদ্দিন মিয়া, সদস্য সচিব হাজি আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি সেনপাড়ার পৈত্রিক নিবাস স্কাইভিউতে যান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close