চট্টগ্রাম ব্যুরো

  ১০ মার্চ, ২০১৯

সরকারের প্রধান লক্ষ্য উন্নয়ন

মেয়র নাছির

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, রাস্তাঘাটসহ গ্রামাঞ্চলের অবকাঠামো উন্নয়ন করে যাচ্ছে সর্বত্রই। গ্রাম হবে শহর এই ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। এ ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষ একটি সুন্দর দেশের স্বপ্ন দেখছেন। গতকাল শনিবার চন্দনপুরাস্থ গুল-এজার বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেয়র আরো বলেন দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী, বিচক্ষণ এবং সুচিন্তিত পরিকল্পনায় ২০৪১ সালের মধ্যে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। গুল-এজার বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান ইলিয়াচ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা শিল্পী চৌধুরী। অনুষ্ঠানে কাউন্সিলরসহ চসিকের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close