নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৮ মার্চ, ২০১৮

তেলবাজদের কারণে রাজনীতি নষ্ট হচ্ছে

শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘চাটুকার ও তেলবাজদের কারণে রাজনীতি, শিক্ষাঙ্গন ও সাংবাদিকতাসহ বিভিন্ন সেক্টর নষ্ট হচ্ছে। রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে। রাস্তা (তৃণমূল) থেকে উঠে আসা রাজনীতিবিদদের ওইভাবে মূল্যায়ন করা হয় না।’ গতকাল শনিবার দুপুরে সরকারি তোলারাম কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কলেজের দেয়ালে বঙ্গবন্ধুসহ দেশের জাতীয় নেতাদের ছবির দেয়াল চিত্র উন্মুক্ত করা হয়। শামীম ওসমান বলেন, ‘রাজনীতিতে ভ-ামি বেড়ে গেছে। ভোট এলে গরিব মানুষের হাতে-পায়ে ধরে। নানা অনুনয়-বিনয় করে। আবার ভোট চলে গেলে গরিব মানুষের পেটে লাথি মারে। এই নারায়ণগঞ্জেও আমরা তা দেখেছি।’

শামীম ওসমান আরো বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বপ্নকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করলেই বঙ্গবন্ধুকে প্রকৃত সম্মান দেওয়া হবে।’ তিনি যুব সমাজ ও শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করার তাগিদ দেন।

সুশিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষ্যে ফাঁস হওয়া প্রশ্নপত্র হাতে পেলেও তা না নেওয়ার আহ্বান জানিয়ে মাদক থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের সতর্ক করেন শামীম ওসমান।

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবি বিন্নি, জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি শাফায়াত আলম সানি ও সরকারি তোলারাম কলেজ সংসদের ভিপি হাবিবুর রহমান রিয়াদ।

এর আগে কলেজের সীমানা প্রাচীরে কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে অঙ্কিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট ভাই শেখ রাসেল, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান, শেরেবাংলা এ কে এম ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সাতজন বীরশ্রেষ্ঠ, বুদ্ধিজীবী, খান সাহেব ওসমান আলী, এ কে এম সামসুজ্জোহা, নাসিম ওসমান প্রমুখের ছবি সংবলিত দেয়ালিকার উদ্বোধন করেন শামীম ওসমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist