প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ আগস্ট, ২০১৭

মাদকসহ আট কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কক্সবাজারের উখিয়ায় গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল উদ্ধারের পাশাপাশি ৮ কারবারিকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের প্রতিনিধিদের পাঠান খবর-

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া উপজেলার পৌর এলাকার মসজিদ পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা ও ২৪ বোতল ফেন্সিডিলসহ নোয়াব মিয়া নামে একজনকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। নোয়াব মিয়া উপজেলার নুরপুর গ্রামের হুরন আলীর ছেলে। এ ঘটনায় আখাউড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গতকাল শুক্রবার ভোরে তিতাস কমিউটার ট্রেন থেকে ১৭০ বোতল ফেন্সিডিলসহ সিজল ভূঁইয়া ও জাহাঙ্গীর মিয়া নামের দুইজনকে আটক করেছে পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, তিতাস কমিউটার ট্রেনে ভোর সাড়ে পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি দিলে অভিযান চালানো হয়। এ সময় ট্রেনের পিছন দিকের একটি বগি থেকে ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়।

এদিকে, গত বৃহস্পতিবার রাতে বিজিবির অভিযানে ৩৬ বোতল হুইস্কিসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলো-অপু, পারভেজ ও জুয়েল। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি নোয়া গাড়ি জব্দ করে বিজিবি। একই দিনে উপজেলার চাঁনপুর গ্রামের নিজ বাড়ি থেকে মো. রুপন মিয়া নামে একজনকে আধা কেজি গাঁজা ও ৫০পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়ার বালুখালী কাস্টমস একসাইজ ও শুল্ক গোদামে কর্মরত জোয়ানরা পরিত্যক্ত অবস্থায় ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে নয়টার দিকে ঘুমধুম-তুমব্রু সড়কের উখিয়ার ঘাট কাস্টমস স্টেশনস্থ কবরস্থানের সামনে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে কাস্টমস সুত্রে নিশ্চিত করা হয়েছে। উখিয়ার ঘাট শুল্ক গোদাম ও চেকপোস্টের দায়ীত্বরত সহকারী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমানের নির্দেশে অভিযান চালিয়ে ওই ইয়াবা উদ্ধার করা হয়। যার মুল্য আনুমানিক দেড় লক্ষ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist