বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৯ মার্চ, ২০২৪

টিনের ওপর পড়ে আহত আসামি হামলায় আহত ১০ পুলিশ

চট্টগ্রামের বাঁশখালীতে গ্রেপ্তার অভিযানে গিয়ে আসামির হামলায় দশ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পালাতে গিয়ে উঁচু থেকে লাফ দিয়ে টিনের ওপর পরে আহত হয়েছেন আহমদ কবির মানিক ওরফে স্বর্ণ মানিককে (৩৫)। হামলা করে পালানোর সময় তাকে গ্রেপ্তা করা হয়েছে।

গতকাল সোমবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে সময় উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গ্রেপ্তার মানিকের বিরুদ্ধে থানায় ১৬ থেকে ১৭টি মামলা রয়েছে। তার কাছ থেকে ১ বিদেশী বন্ধুক, ২ দেশিয় এলজি, ৪ রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। এছাড়া পুলিশের ওপর হামলা ও অবৈধ অস্ত্র রাখার অপরাধে আরো দুইটি মামলা রুজু করা হবে তার বিরুদ্ধে।

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ হামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত ডাকাত স্বর্ণ মানিককে গ্রেপ্তার করতে গেলে সে পুলিশকে হামলা করে পালাতে গিয়ে টিনের ওপর লাফ দিলে শরীরের বিভিন্ন জায়গাসহ যৌনাঙ্গ কেটে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close