সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২৭ এপ্রিল, ২০২৪

সলঙ্গা থানার আ. লীগ নেতা কারাগারে

সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত রহমানকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচার ওই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২ সদস্যরা।

জানা গেছে, গত বছরের ২৩ নভেম্বর সন্ত্রাসী হামলার অভিযোগে সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মো. হাসান আলী বাদী হয়ে আরাফাত সহ তার সহযোগীদের নামে মামলা করেন। ওই মামলার তদন্ত শেষে পুলিশ ইতোমধ্যে চার্জশিটও জমা দিয়েছে। শুক্রবার রাতে ওই মামলায় তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এছাড়া আরাফাত রহমানের বিরুদ্ধে একাধিক মারামারি মামলা আছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, রাতে আরাফাতকে গ্রেপ্তারের পর থানায় সোপর্দ করে র‌্যাব। শনিবার দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, সলঙ্গা থানাধীন পাঁচলিয়া হাটের ইজারা না পেয়ে গত ১৮ এপ্রিল সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজকে বেধড়ক মারধর করেন আওয়ামী লীগ নেতা আরাফাত রহমান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জের সলঙ্গা,আওয়ামী লীগ নেতু গ্রেপ্তার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close