reporterঅনলাইন ডেস্ক
  ২৭ এপ্রিল, ২০২৪

জবি কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে এসে অসুস্থ এক শিক্ষার্থী

ছবি : সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে গুচ্ছের অধীনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল আজ। ভর্তির এই প্রতিযোগিতায় বসার আগেই অসুস্থ হয়ে পড়েন এক শিক্ষার্থী।

জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাজিদ হাসান আলিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২য় তলায় পরীক্ষায় অংশ নেন। তবে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগেই (১১টা ৫০ মিনিটে) অসুস্থ হয়ে পড়ে। পরে জবি স্কাউটের এক সদস্য শ্রুতি লেখক তাকে পরীক্ষা দিতে সহযোগিতা করেন।

পরীক্ষা শেষে আলিফকে বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে করে ন্যাশনাল হাসপাতালে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। এছাড়া পরীক্ষা কেন্দ্রের বাইরে একজন অভিভাবক অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেয় ভ্রাম্যমাণ মেডিকেল টিম।

প্রসঙ্গত, শনিবার (২৭ এপ্রিল) ১২টা থেকে ১টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ছয়টি কেন্দ্রে গুচ্ছের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জবি,ভর্তি পরীক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close