হাবিপ্রবি প্রতিনিধি

  ০৮ মে, ২০২৪

হাবিপ্রবিতে ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনোভেশন টিমের উদ্যোগে ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ কুদরাত-এ-খুদা ভবনের নিচ তলায় উক্ত ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন ইনোভেশন টিমের আহ্বায়ক ও আই.আর.টির পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ, স্বাগত বক্তব্য দেন ইনোভেশন টিমের সদস্য সচিব ও ফোকাল পয়েন্ট ড. মো. আজিজুল হক।

এ সময় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া ও উদ্ভাবিত প্রযুক্তি স্টলে প্রদর্শন করেন। অনুষ্ঠানে শিক্ষক সমিতিসহ শিক্ষক সংগঠনের নেতাসহ অন্য শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে ভাইস চ্যান্সেলর বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close