মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

  ২৭ এপ্রিল, ২০২৪

কুমিল্লার মুরাদনগর

সাবেক ইউপি সদস্যের ছেলের ছুরিকাঘাতে আহত ১

ছবি: প্রতিদিনের সংবাদ

কুমিল্লার মুরাদনগরে একটি মসজিদের ইমাম ও কমিটি নিয়ে কথা-কাটাকাটির জেরে রুহুল আমিন (২৭) নামে একজনকে ছুরিকাঘাত করে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুরে কুমিল্লার মুরাদনগর-হোমনা সড়কের কাজী বাড়ি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

উপজেলার সদর ইউনিয়নের এক সাবেক ইউপি সদস্যের (মেম্বার) আক্তার হোসেনের ছেলে রাফির (২২) ওই ছুরিকাঘাত করেন বলে ভুক্তভোগীর পরিবারের দাবি।

আহত রুহুল আমিন উপজেলা সদরের সফিকুল ইসলামের ছেলে। ছুকিাঘাতের ঘটনায় তার ভাই আল-আমিন বাদী হয়ে রাতেই চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এরপর থেকেই সাবেক মেম্বার ও তার ছেলে পলাতক।

জানা গেছে, কাজী বাড়ি মসজিদের পরিচালনা কমিটি নিয়ে বিরোধ ও জুম্মা নামাজের সময় ইমামকে অপমান করেন সাবেক মেম্বার আক্তার হোসেন। এসময় স্থানীয় মুসল্লিরা প্রতিবাদ করেন। ওই ঘটনার জেরে শুক্রবার জুম্মার পর আক্তার মেম্বার ও তার ছেলে রাফির সঙ্গে স্থানীয়দের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর এক পর্যায়ে রুহুল আমিনকে ছুরিকাঘাত করে রাফি। স্থানীয়রা আহত রাফিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে সেখানে রাফির অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সজিব মিয়া বলেন, ‘আমরা নামাজ পড়ে বের হয়ে দেখি এই (ছুরিকাঘাত) ঘটনা। আমরা রুহুল আমিনকে হাসপাতালে নিয়ে যাই। মেম্বারের ছেলে রাফির হাতে ছুরি দেখেছি।’

রুহুল আমিনের বাবা সফিকুল ইসলাম বলেন, ‘ইমাম সাহেবের বিষয় নিয়ে কথা বলাতে রাফি আমার ছেলের ওপর হামলা করেছে বলে শুনেছি। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন।’

এদিকে জানতে চাইলে সাবেক মেম্বার আক্তার হোসেন বলেন, ‘আমার ওপর দুই দফা হামলার চেষ্টা করা হয়েছে। এক পর্যায় রুহুল আমিন ছুরিকাঘাত হয়।’

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘ছুরিকাঘাতের ঘটনায় অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুমিল্লার মুরাদনগর,কথাকাটাকাটি,ছুরিকাঘাতে আহত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close