মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

  ২৭ এপ্রিল, ২০২৪

মোংলায় পথচারীদের লেবুর শরবত দিলেন পৌর মেয়র  

মোংলায় পথচারীদের লেবুর শরবত বিতরনে মেয়র শেখ আব্দুর রহমান -প্রতিদিনের সংবাদ

গরমে অতিষ্ঠ খেটে খাওয়া মানুষ ও পথচারীদের মাঝে বাগেরহাটের মোংলা পোর্ট পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান'র উদ্যোগে লেবুর শরবত বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে পৌরসভার শাপলা চত্বর এলাকাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে অবস্থানরত বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে এই শরবত বিতরণ হয়।

ব্যাটারি চালিত অটোচার্জার ভ্যান চালক রাজীব বলেন, প্রচণ্ড গরমে আমাদের ভ্যান চালাতে খুব কষ্ট হলেও জীবিকার তাগিদে তীব্র রোধে বের হতে হয়। পৌর মেয়রের এমন ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানাই। পথচারী নজরুল বলেন, কাজে এসেছিলম পৌর শহরে। এই লেবুর ঠান্ডা শরবত পানে বেশ স্বস্তি ফিরে পেলাম।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান জানান, কয়েকদিন ধরে বাড়ছে তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ, বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা। এতে হিটস্ট্রোকের সম্ভবনা রয়েছে। তাই শরীর শীতল রাখার জন্য লেবুর রস মিশ্রিত ঠান্ডা পানিতে শরবত করার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর এইচ এম শরিফুল ইসলাম, শরিপুল ইসলাম, হুমাউন হামিদ নাসির, বাহাদুর মিয়া, মো. মহসিন হোসেন, আবু বকর মিলন, মাসুদ আলম প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাগেরহাটের মোংলা,মোংলা নদী বন্দর,মেয়র শেখ আব্দুর রহমান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close