আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ০২ জানুয়ারি, ২০২৪

বরগুনার আমতলী

বেড়িবাঁধ নির্মাণে উচ্ছেদ ৪৩ পরিবার চান পুনর্বাসন

বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ নির্মাণের জন্য ভূমিহীন ৪৩ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। গত রবিবার এ ব্যাপারে ভূমিহীন কুলসুম আক্তার তাদের পুনর্বাসনের জন্য আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন। এর আগে, গত শনিবার তাদের উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে।

পাউবোর বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, বন্যা জ্বলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য সেখানে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, সেখানে অনেকদিন ধরে বসবাস করে আসছে ভূমিহীন ওই ৪৩ পরিবার। ঘর-বাড়ি হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন। বিধবা রুশী বেগম বলেন, ‘বেড়িবাঁধ নির্মাণের জন্য আচমকা লোকজন এসে আমাদের ঘরবাড়ি ২ দিনের মধ্যে ভেঙে ফেলতে বলে। এখন আমরা কোথায় যাব, কোথায় থাকব।’

ভিক্ষুক বারেক দুয়ারী বলেন, ‘কোথায় থাকব, কীভাবে নাতিদের লেখাপড়া করাবো। আমি সরকারের কাছে সাহায্য চাই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close