বেরোবি প্রতিনিধি

  ০১ মে, ২০২৪

পূর্ববিরোধের জের

বেরোবিতে ছাত্রলীগ কর্মীকে পেটালেন আরেক কর্মী

পূর্ববিরোধের জেরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগের সভাপতি গ্রুপের এক কর্মীকে রড দিয়ে মারধর করেছে সাধারণ সম্পাদক গ্রুপের দুই কর্মী। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আহত ছাত্রলীগ কর্মীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সোমবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরে সভাপতি গ্রুপের নেতাকর্মীরা কুড়িগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়। পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়ার কর্মী পদার্থ বিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী পিপাস পার্কের মোড়ে চা খাচ্ছিলেন। হঠাৎ সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম গ্রুপের কর্মী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী লিওন ও রিমু তার ওপর হামলা চালায় এবং রড দিয়ে পেটায়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে দুপক্ষই আলাদা আলাদা অবস্থান নেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাদের মাঝখানে অবস্থান নেয়। এর আগে গেল বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে যাতায়াতের সময় পিপাসের শরীরের সঙ্গে ধাক্কা লাগে লিওনের শরীর। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে লিওনকে মারধর করে পিপাস। ওই ঘটনার জেরে এই হামলার ঘটনা হয় বলেও জানায় পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close