ইবি প্রতিনিধি

  ২১ মে, ২০২৪

ইবিতে জিমনেশিয়াম-ইনডোর ৭ দিন খোলাসহ ৬ দফা দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিমনেশিয়াম ও ইনডোর সপ্তাহে ৭ দিন খোলা রাখাসহ ৬ দফা দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শাহ্ আলমের কাছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি জমা দেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

৬ দফা দাবিগুলো হলো, ফুটবল মাঠে স্থাপিত দুটি সুপেয় পানির কল সংস্কার ও ক্রিকেট মাঠে অনতিবিলম্বে দুটি পানির কল স্থাপন করতে হবে ক্রিকেট মাঠে স্থায়ী দুটি প্লেয়ার ডাগআউট স্থাপন করতে হবে, জিমনেশিয়াম ও ইনডোর সপ্তাহে ৭ দিন খোলা রাখতে হবে, ক্রিকেটারদের সুবিধার্থে নতুনভাবে কংক্রিট পিচ স্থাপন করতে হবে, ফুটবল ও ক্রিকেট মাঠ যথাযথভাবে সংরক্ষণ এবং প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করতে হবে। এছাড়া সকল ইনডোর এবং আউটডোর গেমসসমূহ যথাযথভাবে আয়োজন করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close