আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ০১ মে, ২০২৪

গরমে বাড়ছে ফ্যান বিক্রি, দাম বেশির অভিযোগ ক্রেতার

সারা দেশের মতো বরগুনার আমতলীতে তাপপ্রবাহে স্বস্তি পেতে ফ্যান কেনা বেড়ে গেছে। তবে ক্রেতাদের অভিযোগ কয়েক দিনের ব্যবধানে দাম বেড়েছে ফ্যানের। তবে দোকানিদের দাবি পাইকারি দাম বাড়ানোর কারণে এ বছর ফ্যানের দাম বেড়েছে।

জানা গেছে, চাহিদা বাড়ায় আমতলীতে এসব ফ্যানের সংকট তৈরির পাশাপাশি গত বছরের তুলনায় প্রতিটি ফ্যানের মূল্য বেড়েছে আকার ও কোম্পানিভেদে ৫০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। এতে অনেকে বাধ্য হয়ে বেশি দামেই কিনছেন।

সরেজমিনে স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে দেখা গেছে, চার্জার ফ্যান, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তবে চার্জার ফ্যানের চাহিদা তুলনামূলক বেশি। বাজারে বর্তমানে চার্জার ফ্যান বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close