সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ১১ মার্চ, ২০১৯

সিংগাইরে আশ্রয়ণ প্রকল্প-২

স্ত্রীর নামে ঘর নিলেন ইউপি সদস্য

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় মানিকগঞ্জের সিংগাইরে স্থানীয় এক জনপ্রতিনিধির বাড়িতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, যার জমি আছে ঘর নাই এ প্রকল্পের মাধ্যমে বায়রা ইউনিয়নে ১৮টি গৃহহীন পরিবারের জন্য ঘর তৈরি করা হয়েছে। এর মধ্যে জামালপুর ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার মো. আক্কাছ আলীর স্ত্রী অজিফার নামে এ প্রকল্পের অর্থায়নে ঘর নির্মাণ করা হয়েছে। বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যরা হতদরিদ্র গৃহহীন পরিবার যাচাই-বাছাই করে ঘর নির্মাণ করার কথা থাকলেও সেখানে প্রকল্প বাস্তবায়ন অফিসারের উদাসীনতার ফলে ওই জনপ্রতিনিধি নিজের বাড়িতে ঘর নির্মাণ করেন। রক্ষক হয়ে ভক্ষক সেজে সরকারের এ গুরুত্বপূর্ণ প্রকল্প কে প্রশ্নবিদ্ধ করে সরকারের বিধি লঙ্ঘন করেছে এবং প্রকৃত গৃহহীনদের বঞ্চিত করা হয়েছে। মেম্বারের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, মেম্বার আক্কাছ আলী পুরাতন গৃহাস্থালি তার বাড়িতে ২-৩টি চার চালা টিনের ঘর আছে চকে জমি রয়েছে কয়েক পাকি। সে কীভাবে গৃহহীনদের ঘর পায় আমাদের বুঝে আসে না !

উপজেলা প্রকল্পবায়ন অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঘরের তালিকা প্রনয়নে আমার কোন সংশ্লিষ্টতা নাই, শুধুমাত্র বাস্তবায়নে ছিলাম।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমতউল্লাহ্ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমার আগের ইউএনও গৃহনির্মাণ প্রকল্প-২ বাস্তবায়ন করেছে তবে তালিকা দেখে ব্যবস্থা নেব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close