কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

  ২৩ অক্টোবর, ২০১৮

অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে অবিভক্ত বাংলার অর্থমন্ত্রীর বাড়ি

নেত্রকোনার কেন্দুয়ায় অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী নলিনী রঞ্জন সরকারের বাড়িটি। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে পড়ে থাকা বাড়িটি অস্তিত্ব হারাতে বসেছে অবিভক্ত বাংলার অর্থমন্ত্রীর ঐতিহ্যবাহী পৈতৃকবাড়িটি। বাড়িটি কেন্দুয়া উপজেলার ১১নং চিরাং ইউনিয়নের সাজিউড়া গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

স্থানীয় প্রবীণ লোকদের সঙ্গে কথা বলে জানা যায়, অর্থমন্ত্রী নলিনী সরকার ও তার অন্য সহোদররা স্বাধীনতাযুদ্ধের অনেক আগেই পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান। দেশত্যাগ করার সময় তারা কেন্দুয়া উপজেলায় নিজ গ্রামে রেখে যান ৩৫০ একর ফসলি জমিসহ বিশাল পুকুর এবং কয়েক কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ। স্বাধীনতার আগে ও পরে এসব সম্পদ সরকারি সম্পত্তি হিসেবে ঘোষিত হওয়ার পর স্থানীয় লোকজন নলিনী রঞ্জন সরকারের রেখে যাওয়া কয়েক একর জমি, পুকুর স্থানীয় সরকারের কাছ থেকে লিজ নিয়ে বসবাস ও চাষাবাদ করে আসছেন। শত বছরের এই বাড়িটি ঘুরে দেখা যায়, দেয়াল ও ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। লতাপাতা শেকড়-বাকড়ে ক্রমশ বন্দি হয়ে বিলীন হতে চলেছে বাড়িটির অস্তিত্ব। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুব আলম খান জরিপ বলেন, ইতিহাসের সাক্ষী নলিনী রঞ্জন সরকারের পৈতৃক ঐতিহাসিক এই বাড়িটি সরকারিভাবে সংস্কার ও সংরক্ষণ করা খুবই জরুরি। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী জানান, বাড়িটি রক্ষায় সরকারি উদ্যোগ নিলে এটি হতে পারে কেন্দুয়ার অন্যতম পর্যটন কেন্দ্র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close