মদন (নেত্রকোনা) প্রতিনিধি

  ০৪ জুন, ২০১৮

টিসিবির পণ্য বিক্রি করছে না মদনের ডিলাররা

রমজানের আগেই সারা দেশে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি শুরু হলেও এর দেখা মিলছে না নেত্রকোনার মদনে। এ কারণে এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নিম্নআয়ের সাধারণ মানুষ। ডিলার বলছেন, লোকসানের আশঙ্কায় তিনি পণ্য উত্তোলন করছেন না। জানা গেছে, টিসিবি থেকে উপজেলাভিত্তিক ৩০০ লিটার সয়াবিন, ৫০০ কেজি চিনি, ৪০০ কেজি মসুর ডাল ও ৬০০ কেজি ছোলা বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে খোলাবাজারে ৭০ টাকা কেজি চিনি, ১০৫ টাকা লিটার সয়াবিন, ৮৫ টাকা কেজি ছোলা, ১২০ টাকা কেজি মসুর ডাল এবং ৮০ টাকা কেজি দরে খেসারি ডাল বিক্রি হচ্ছে। অথচ টিসিবির বিক্রয়মূল্য প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুরের ডাল ৫৫ টাকা, ছোলা ৭০ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা।

টিসিবি ডিলার মিনাল কান্তি জানান, বাজার মূল্যের সঙ্গে টিসিবির পণ্যের দামের পার্থক্য খুবই সামান্য। তাছাড়া পরিবহন খরচ দিয়ে এতে কোনো লাভ না থাকায় তিনি এখন পর্যন্ত কোনো টিসিবি পণ্য উত্তোলন করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসান জানান, কেন টিসিবির ডিলার পণ্য উত্তোলন করছেন না তা আমার জানা নেই। তবে খবর নিয়ে বিষয়টি দেখব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist