মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ২৬ মে, ২০২৪

পথচারিদের সুপেয় পানির ব্যবস্থা করলেন এমপি

ছবি: প্রতিদিনের সংবাদ

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরে ৪টি স্থানে সুপেয় পানির সংকট নিরসনে সাবমার্সিবেল ও ডিপ টিউবওয়েল স্থাপন করে দিলেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। শনিবার (২৫ মে) বিকেলে স্থানীয় এক নারী পথচারির হাতে পানি তুলে দিয়ে একাজের উদ্বোধন করেন এমপি।

জানা গেছে, এর আগে দাবদাহে পানির স্তর নিচে নেমে যাওয়ায় মির্জাপুরে পৌর শহরের কয়েকটি স্থানে টিউবওয়েলে পানি না উঠায় স্থানীয় ব্যবসায়ী, পথচারিরা সুপেয় পানি সংকটে ভোগান্তিতে পড়েছিলেন। এ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর গত ৪ মে প্রেসক্লাব মির্জাপুর, স্বর্ণকার পট্টি, থানা মোড় ও কাঁচাবাজার মোড়ে থাকা টিউবওয়েলগুলো পরিদর্শন করেন সংসদ সদস্য খান আহমেদ শুভ। পরিদর্শন শেষে উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরকে ৭ দিনের মধ্যে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য নিদের্শনা দেন।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. বাহার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, দুই যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, মাজহারুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহিদুর রহমান লাবু, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি সামছুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রলীগের (সাবেক) সভাপতি মীর আসিফ অনিক প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টাঙ্গাইলের মির্জাপুর,সুপেয় পানির ব্যবস্থা,টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close