ঠাকুরগাঁও প্রতিনিধি

  ২৬ মে, ২০২৪

রাণীশংকৈলে স্বর্ণের খনির গুজব, ইটভাটায় ১৪৪  ধারা জারি

ছবি: প্রতিদিনের সংবাদ

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ‘আরবিবি’ ইটভাটায় স্বর্ণের খনির গুজবে জেলা প্রশাসন নিরাপত্তা ঝুঁকি চিন্তা করে সেই ইটভাটায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলার কাতিহার গ্রামে গত কযয়েক দিন ধরে ওই ইটভাটায় স্বর্ণের খোঁজে কয়েক হাজার মানুষ দিনরাত মাটি খুঁড়ছিলেন। তাই এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রবিবার (২৬ মে) সরেজমিনে ওই ইটভাটার পাশে পুলিশকে টহল দিতে দেখা গেছে। শনিবার (২৫ মে) রাত সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে। ওইদিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসান এক বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতিহার বাজারের উত্তর পার্শ্বে রাজোর গ্রামে রুহুল আমিনের মালিকানাধীন আরবিবি ইটভাটায় মাটি খুড়ে সোনা পাওয়া যাচ্ছে এমন খবরে স্থানীয় লোকজনসহ আশপাশের মানুষ কিছুদিন ধরে মাটি খুড়া-খুড়ি শুরু করে। প্রতিদিন সেই স্থানে তারা স্বর্ণের সন্ধান করছে। ফলে লোকজন স্বর্ণ পাওয়ার আশায় ঝগড়া-বিবাদ, কলহ ও দ্বদ্বে লিপ্ত হচ্ছে। তাই জেলা প্রশাসকের নির্দেশে ওই স্থানে আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঠাকুরগাঁও,ঠাকুরগাঁও রাণীশংকৈল,ইটভাটায় স্বর্ণের খনি,ইটভাটায় ১৪৪ ধারা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close