reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০২৪

বাদশার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন হানিয়া আমির

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির-এর সঙ্গে বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশার প্রেমের গুঞ্জন অনেক দিনের। প্রায়দিনই এই দুই বন্ধুকে একে অপরের সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করতে দেখা যায়। কিছুদিন আগে দুজনকে দুবাইতে একসঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছে। ভারত-পাকিস্তানের এই দুই তারকার প্রেমের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন হানিয়া নিজেই।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে র‍্যাপার বাদশার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন হানিয়া আমির। সাক্ষাৎকারে কথায় কথায় বাদশার গানের প্রসঙ্গ উঠে এলে হানিয়া আমি বলেন, তিনি বাদশা-র গানে একপ্রকার আচ্ছন্ন হয়ে থাকে।

আপনি আর বাদশা সম্পর্কে রয়েছেন প্রশ্নে হাসিতে ফেটে পড়েন পাক অভিনেত্রী হানিয়া আমির। হানিয়া বলেন, ‘আরে নাহ, তার গানগুলি সত্যিই দারুণ। আমার মাঝে মাঝে মনে হয় আমার একমাত্র সমস্যা হলো যে আমি বিবাহিত নই। বিবাহিত হলে এসব গুজব থেকে দূরে থাকতাম।’

সাক্ষাৎকারে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির, বাদশার সঙ্গে তার বন্ধুত্বের শুরু কিভাবে হয়েছিল সে বিষয়েও কথা বলেছেন।

হানি বলেন, ‘এটা আমার ব্যক্তিগত বিষয় যদিও। আসলে ইনস্টাগ্রাম। আমার একটা পাগলামো করে বানানো রিলে তিনি (বাদশা) কিছু একটা কমেন্ট করেছিলেন। সেটা দেখে আমার বন্ধু বলেছিল, ওর মনে হয় বাদশা আমার পোস্টে কমেন্ট করেছেন। আমি ফের জিজ্ঞাসা করি, সত্যি? তারপর সেটা খুলে দেখলাম।

সেই প্রসঙ্গ ধরেই আমাদের কিছু কথাবার্তা হল। বাদশা এখন খুব ভালো বন্ধু। বাদশা ব্যক্তিত্বের বাইরেও তিনি খুব ভালো, সরল মানুষ। তিনি সত্যিই একজন চমৎকার ব্যক্তি।

অভিনেত্রী আরও বলেন, আমি মনে করি এটি একটি সাধারণ জিনিস। যদি আমি খারাপ বোধ করি, যদি আমি এতটা পোস্ট না করি, তাহলে তিনি জিজ্ঞাসা করবেন, ‘কী হয়েছে, কী হয়েছে?’

হানিয়া আমির ২০০৭ সালে তিতলি সিরিজের মাধ্যমে টিভিতে অভিনয় শুরু করেন। রোমান্টিক নাটক ‘আনা’, ‘পরওয়াজ হ্যায় জুনুন’, ‘ইশকিয়া’, ‘মেরে হামসাফরে’র মাধ্যমে জনপ্রিয়তা পান। এরপর তিনি রোমান্টিক ‘মুঝে পেয়ার হুয়া থা’তেও অভিনয় করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close