প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ মার্চ, ২০১৮

শাজাহানপুরে কৃষকের ও শায়েস্তাগঞ্জে হাওরে কিশোরীর লাশ

কর্মদিবসের প্রথমদিন গতকাল রোববার শাজাহানপুরে কৃষকের গলাকাটা লাশ ও শায়েস্তাগঞ্জের হাওর থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে ফরহাদ হোসেন (২৫) নামের এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সকাল সোয়া ৮টার দিকে উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ডের পাশের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। ফরহাদ উপজেলার বীরগ্রাম মোন্নাপাড়ার মৃত আবুল হোসেন মোন্নার ছেলে।

নিহত ফরহাদের মা ছফুরা বেওয়া জানান, ফরহাদের ৬ মাস বয়সের একটি শিশু কন্যা রয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে একটি ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ফরহাদ। প্রতিদিনের মত এশার নামাজের পর ফরহাদ বাড়িতে না ফিরলে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই নিখোঁজ থাকে ফরহাদ। রোববার সকালে স্থানীয়দের মুখে ফরহাদের লাশের খবর পান তিনি।

স্থানীয়রা জানান, ২০১৪ সালে ৫ ফেব্রুয়ারি জমিতে পানি সেচ নিয়ে প্রতিবেশী মনসুর আলী ওরফে হবুল ও তার ঘরজামাই আখিলের (৪৫) সাথে ফরহাদের মারামারি হয়। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে ১১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মনসুর আলী ওরফে হবুল মারা যান। এ নিয়ে ফরহাদকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় ফরহাদ ৪ মাস হাজতবাস করেন। শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, ফরহাদের গলাকাটা লাশ ময়নাতদন্তের জন্য জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হত্যার ক্লু উদ্ধার করা সম্ভব হয়নি।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: উপজেলার পুরাইকলা বাজার সংলগ্ন হাওর থেকে বিউটি আক্তার (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। গতকাল এলাকাবাসীর দেওয়া খবরে শায়েস্তাগঞ্জ থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। ওই কিশোরী উপজেলার দক্ষিণ হাটির সাঈদ মিয়ার কন্যা। শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, কিশোরীর শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করে ফেলে রেখেছে কেউ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist