প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১০ জানুয়ারি, ২০১৮

১১ দফা দাবিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা

বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ৫% বাৎসরিক প্রবৃদ্ধি ও বৈশাখীভাতা, শিক্ষাক্ষেত্রে বিরাজমান সংকট ও বৈষম্য দুরীকরণ কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১১ দফা দাবিতে কর্মসূচি গ্রহণ করেছে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে একই কর্মসূচিত পালন করে সংগঠনের স্থানীয় শাখা। কর্মসূচির মধ্যে আছে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্থানীয় প্রকাশনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দান। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির আয়োজনে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারক লিপি প্রদানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি শ্যামল চন্দ্র সাহার, সম্পাদক মুহম্মদ জয়নুল আবেদিন, মোহাম্মদ আবু জাফর শেখ, রেজা উদ্দিন আহমেদ, মো. জাহিদুর রহমান, নাছিমা আহমেদ, গোপাল চন্দ্র বিশ্বাস, সিদ্দিকুর রহমান প্রমুখ।

গাইবান্ধা-সাঘাটা : গাইবান্ধায় কর্মসূচীতে বক্তব্য দেন সংগ্রাম কমিটি ও বাকশিস (ভারপ্রাপ্ত) জেলা সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল কাদের, মো. শফিউল ইসলাম, মো. রফিকুল ইসলাম, অধ্যক্ষ, মো. একরামুল হক খান, কে.এম নেয়ামুল আহসান পামেল, মো. মাহবুব আলম কোট, কাজী আবু রাহেন শফিউল্যাহ, মো. রবিউল ইসলাম খোকন প্রমুখ। ইউএনও মোছা. আলিয়া ফেরদৌস জাহান স্মারকলিপি গ্রহণ করেন। সাঘাটা উপজেলায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মমিতুল হক নয়ন, প্রভাষক এনামুল হক, গাইবান্ধা জেলা শাখার সমন্বয়ক কাজী আবু রাহেন শফিউল্ল্যাহ, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সাজু, জাকির হোসেন আব্দুল মতিন, শিক্ষক আতিক প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে শহরের পোষ্ট অফিস মোড়ে অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তব্য দেন বাশিস জেলা সভাপতি জয়া রানী চন্দ, সিনিয়র সহ-সভাপতি ও সংগ্রাম কমিটির সদস্য আব্দুল মমিন, সাধারণ সম্পাদক ও সদস্য ইউসুফ আলী, শিক্ষক নেতা সুব্রত কুমার মল্লিক, আব্দুল মমিন, আব্দুল্লা আল মামুন, বিনয় কৃষ্ণ বিশ্বাস, আলমগীর হোসেন, রেজাউল করিম, মুনির হোসেন মুকুল, রেজাউল ইসলাম, সবদুল হোসেন প্রমুখ।

মাগুরা : মাগুরায় মিছিল, সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক কমিটি সদর উপজেলা শাখা। মানববন্ধনে বক্তব্য রাখেন আমিরুল ইসলাম নিলু, কাজী ওয়াহেদ, সামছুজ্জামান, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি জেলা শাখার ব্যানারে তিন সহা¯্রাধিক শিক্ষকের মানববন্ধনে কমিটির সমন্বয়কারী সহকারী অধ্যাপক আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য দেন কমিটির আহবায়ক জাকির হোসেন সেলিম, অধ্যাপক মুস্তাফিজুর রহমান মিলন, মোঃ দেলোয়ার হোসেন দুলাল, শফিউল বশার, জাকির হোসেন লিটু, মিহির কান্তি শীল, মোঃ জসিম উদ্দিন, রাহিমা মিনিসহ অর্ধশতাধিক শিক্ষক। পরে পটুয়াখালী সদর ইউএনও বাকাহিদ হোসেন স্মারকলিপি গ্রহন করেন।

রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মো. আব্দুল মজিদ শেখ ও সম্পাদক মো. ছমির উদ্দিন সাক্ষরিত স্মারকলিপি প্রদানকালে উপস্থিত সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা, মাহবুবুর রহমান, আব্দুস সালাম, মৃনাল কান্তি শিকদার প্রমুখ।

দিনাজপুর : দিনাজপুর চেহেলগাজী স্কুল থেকে সকালে বিক্ষোভ মিছিল বের হয়ে সদর উপজেলা চত্বরে শেষ হয়। পরে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হক প্রধানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেনÑজেলা শিক্ষক সমিতির সম্পাদক মাতলুবুল মামুন, সহসভাপতি ফজলুর রহমান, যুগ্ম-সম্পাদক লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল ফজল, শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বায়ক আব্দুর হামিদ, আতিকুর রহমান নিউ, হাবিবুর রহমান, বদিউজ্জামান বাদল, মাসউদ আলম প্রমুখ।

গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং স্মারক লিপি প্রদান করা হযেছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেনÑসদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুনীল চন্দ্র শীল, জেলা শিক্ষক সমিতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দুলাল বিশ^াস, সাবেক সম্পাদক এনায়েত হোসেন, বর্তমান সভাপতি শাহে আলম , সম্পাদক নীহার কান্তি বাছাড়, সহকারী শিক্ষক ফারুক হোসেন প্রমুখ।

বরগুনা : বরগুনা সদর উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুস সালামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেনÑ বরগুনা পৌর প্যানেল মেয়র রইসুল আলম রিপন, সংগ্রাম কমিটির সমন্বয়ক অধ্যক্ষ মো. জিয়াউল করিম, অধ্যক্ষ হারুন অর রশিদ প্রমুখ।

শাহজাদপুর-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুর ও রায়গঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দান অনুষ্ঠিত হয়। শাহজাদপুরে উপস্থিত ছিলেনÑঅধ্যক্ষ রুহুল আমিন, আব্দুছ ছালাম, জেলা কমিটির নেতা হায়দার আলী, উপাধ্যক্ষ আব্দুল মতিন, প্রভাষক নাছিমা জামান, প্রধান শিক্ষক আব্দুল খালেক, জান্নাতুল ফেরদৌস লাভলী, আনোয়ার হোসেন, শিক্ষক নবী নেওয়াজ, জসিম উদ্দিন প্রমুখ। রায়গঞ্জে মানববন্ধনে বক্তব্য দেন সংগ্রাম কমিটির উপজেলা সভাপতি অধ্যক্ষ হাজী জামাল উদ্দিন, সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক অলোক বন্ধু তরফদার, প্রভাষক উত্তম কুমার কর্মকার, প্রভাষক শহিদুল ইসলাম, ফিরোজুল ইসলাম প্রমুখ।

পাইকগাছা (খুলনা) : পাইকগাছা উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেনÑঅধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, শিক্ষক সমিতির সম্পাদক মাসুদুর রহমান মন্টু, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, প্রভাষক হোসনেয়ারা খানম, মনিষা রানী মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর প্রমুখ।

সখীপুর-ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের সখীপুরে মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সখীপুর শাখার সভাপতি অধ্যক্ষ রেনুবর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ এমএ রউফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক আবদুল মোমেন তালুকদার, তোফাজ্জল হোসেন রানা, আবদুল আলীম প্রমুখ বক্তব্য দেন। এদিকে ভূঞাপুর উপজেলায় বক্তব্য রাখেন শাখার আহ্বায়ক অধ্যাপক শফিউদ্দিন তালুকদার, অধ্যক্ষ সাইদুল ইসলাম, অধ্যাপক আব্দুল মান্নান, ড অধ্যাপক. মনোয়ারুল ইসলাম মনো ও সহকারি অধ্যাপক আলী রেজা।

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেনÑশিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি আবু এহিয়া, সম্পাদক আখতারুজ্জামান, সহকারী শিক্ষক সমিতির সম্পাদক আফিল উদ্দিন, প্রধান শিক্ষক মাহফুজুর রহমাান মাহফুজ, সহকারী শিক্ষক মকলেছুর রহমান প্রমুখ ।

এছাড়া নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা, পটুয়াখালীর দুমকি, দিনাজপুরের হিলি, ঝিনাইদহের কালীগঞ্জ, মাদারীপুরের কালকিনি, গাজীপুরের কাপাসিয়া, পিরোজপুরের মঠবাড়িয়া, বাগেরহাটের মোরেলগঞ্জ, খুলনার পাইকগাছা, মানিকগঞ্জের শিবালয়, রাজশাহীর বাগমারা উপজেলায় একই দাবি ও কর্মসূচি পালিত হয়েছে বলে আমাদের স্থানীয় প্রতিনিধি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist