চট্টগ্রাম ব্যুরো

  ২৮ জুন, ২০২০

চসিকে টেলিমেডিসিন সেবার উদ্বোধন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ. জ ম নাছির উদ্দীন বলেছেন, জনসচেতনতা ও ভয়াবহ পরিস্থিতির গুরুত্ব অনুধাবন ছাড়া শুধু লকডাউন ইতিবাচক সুফল বয়ে আনতে পারে না। উদ্দেশ্য যতই মহৎ হোক না কেন, কর্মপন্থার ক্ষেত্রে সমন্বয়ের অভাব ও সিদ্ধান্তহীনতা সব প্রচেষ্টাকেই ব্যর্থ করে দিতে পারে। তাই প্রথাগত বা প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে পরিস্থিতি অনুযায়ী যখন যা জরুরি ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হলো কার্যকর প্রতিষেধক।

গতকাল শনিবার সকালে ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে এলাকাবাসীর জন্য ফ্রি অক্সিজেন, জরুরি ওষুধ, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবাপ্রাপ্তির জন্য টেলিমেডিসিন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, করোনা এখন সামাজিক সংক্রমণ এবং এর গতি তীব্র, তাই দ্রুত ছড়াচ্ছে। এই আগ্রাসন প্রতিরোধে সরকারের পদক্ষেপ ও করণীয় কর্তব্য যথেষ্ট হলেও সামাজিক সস্পৃক্ততা ও অংশগ্রহণ ছাড়া তার কার্যকর প্রভাব পড়বে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close