reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জানুয়ারি, ২০১৯

সক্ষমতা বৃদ্ধিতে এমবিএ ডিগ্রি জরুরি : চবি ভিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের অধীন সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (সিবিএ) উদ্যোগে সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ এবং কোর্স সম্পন্নকারীদের বিদায় সংবর্ধনা-২০১৯ অনুষ্ঠান গত শনিবার বিকেল ৪টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানে বক্তৃতা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। উপাচার্য সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের অভিনন্দন এবং বিদায়ীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, নবীন শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময়।

চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিবিএর পরিচালক প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। এ ছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন চবি হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. আহমদ সালাউদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close