রাবি প্রতিনিধি

  ১৯ মে, ২০১৮

রাবি ছাত্রের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হামজা নামে এক ছাত্রের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। তিনি ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে তবে ছাত্রলীগ দাবি করেছে হামজা তাদের কর্মী নন। বৃহস্পতিবার সাইফুল ইসলাম হৃদয় বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলাটি দায়ের করেন। বুধবার সন্ধ্যায় দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে হৃদয় তার বন্ধুসহ এক বান্ধবীর সঙ্গে গল্প করছিলেন। এ সময় হামজা ও অপর দুই সহযোগি তার বান্ধবীকে উত্ত্যক্ত করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বান্ধবীকে হলে পৌঁছে দিয়ে ফেরার পথে হামলার শিকার হন হৃদয়। বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় পৌঁছালে পথরোধ করে হামজাসহ তিনজন। একপর্যায়ে হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তবে আশেপাশে থাকা শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে এসে হামজাকে ধরে ফেলে। অন্য দুই সহযোগি পালিয়ে যায়।

মতিহার থানার ওসি (তদন্ত) মাহবুব আলম সজানান, মামলায় হামজার নাম উল্লেখ করে আরও দুইজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। হামজাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। অন্য দুইজনকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

আহত হৃদয়কে বুধবার রাতে অস্ত্রোপচার শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ-তে রাখা হয়েছে। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, হৃদয়ের উপর হামলাকারীদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারের দাবিতে প্রশাসন ভবনের সামনে দুপুর ১২টার দিকে অনশনে বসেন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রসেনজিৎ কুমার। ৩০ মিনিট পরই তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

এর আগে প্রসেনজিৎ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করে ভিসিকে খোলা চিঠি দেয়। চিঠিটি ভিসির সচিব জাকির হোসেন গ্রহণ করেন।

রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া দাবি করেন, ‘হামজা ছাত্রলীগের কর্মী এটা সঠিক নয়। সে হয়তো আগ্রহী হয়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist