রাজশাহী অফিস

  ১৫ মার্চ, ২০১৮

রাজশাহীতে পদ্মা নদী বাঁচানোর দাবি

‘পদ্মা নদী বাঁচলে, রাজশাহী বাচবে’Ñ এ স্লোগানে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল বুধবার বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে যৌথভাবে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি থেকে নদীতে পানির প্রবাহ বাধামুক্ত, রেগুলেটরি কমিশনের মাধ্যমে নদী তদারকি ও প্রতি জেলায় কমিশনের ইউনিটের দাবি জানানো হয়। বাপা রাজশাহী জেলা কমিটির সভাপতি মো. জামাত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন থেকে অবিলম্বে নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা দখলমুক্ত ও নদী ড্রেজিং এবং প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়। একইসঙ্গে পরিবেশ দূষণমুক্ত করারও দাবি জানানো হয়।

মানববন্ধন চলাকালীন অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বদিউজ্জামান রবু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, ওয়ার্কার্স পাটির নগর সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, জাপা রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন মিন্টু, জাসদ নগর শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলী, জাসদ নেতা শাহরিয়ার রহমান, আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, প্রকৌশলী খাজা তারেক, অধ্যাপক জিএম হারুন, পরিবেশবিদ মিজানুর রহমান, সাংস্কৃতিক কর্মী মুনিরা রহমান মিঠি, নারী শিল্প উদ্যোক্তা চেয়ারম্যান সেলিনা বেগম, রাজশাহী জেলা লোকমোর্চার সভাপতি আলাউদ্দিন আল আজাদ, লেখক শাহ মোহাম্মদ জিয়াউদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু প্রমুখ।

বক্তারা বলেন, আজ যখন বিশ^ব্যাপী নদীকৃত্য দিবস পালিত হচ্ছে তখন রাজশাহী অঞ্চলের সব নদ-নদী খালবিল পানিশূন্য অবস্থায় দাঁড়িয়েছে। অনেক আগেই রাজশাহীর ওপর দিয়ে বয়ে চলা পদ্মা নদী তার অস্তিস্ব হারিয়ে শুধু বালুচরে পরিণত হয়েছে। শুষ্ক মৌসুমের অনেক আগেই পানিশূন্য হয়ে যায় পদ্মা নদী। এ অবস্থায় পরিবেশের দারুণ প্রভাব ফেলেছে উল্লেখ করে বক্তারা বলেন, সরকার দেশের ১৯টি নদী খননের নীতিগতভাবে সিদ্ধান্ত নিলেও সে তালিকা থেকে রহস্যজনক কারণে বাদ রাখা হয়েছে রাজশাহীর পদ্মা নদীকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist