reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি, ২০২৩

কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ

দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ। রবিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) ২০০২ সাল থেকে যাত্রা শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সিজিএফডব্লিউএ কর্তৃক বাংলাদেশ কোস্টগার্ডের বিভিন্ন জোন ও তৎসংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্তদের মাঝে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করা হয়। রবিবার কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের সভানেত্রী বেগম মুসলিমা চৌধুরী কোস্টগার্ড সদর দপ্তর প্রাঙ্গণে গরিব, দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের সূচনা করেন। এ সময় বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এলাকায় কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের এরকম জনকল্যাণমূলক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close