reporterঅনলাইন ডেস্ক
  ২৬ এপ্রিল, ২০২৪

মুয়াজ্জিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

পাবনার চাটমোহরে ঐতিহ্যবাহী সমাজ শাহী মসজিদের মুয়াজ্জিন মো. ইব্রাহিম হোসেনের সঙ্গে এক নারীর অশ্লীল কথোপকথনের অডিও ফাঁস হওয়ার পরে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন। এলাকাবাসীর আবেদন ও আন্দোলনের মুখে নির্বাহী অফিসার তাকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন থেকে অব্যাহতি প্রদান করে মো. রেজাউল করিমকে উক্ত পদে নিয়োগ দেন।

সম্প্রতি অব্যাহতি পাওয়া ইব্রাহিম স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে প্রশাসনকে প্রভাবিত করে রেজাউল করিমকে স্বেচ্ছায় মুয়াজ্জিনের পদ থেকে অব্যাহতি নিতে বাধ্য করে। নির্বাহী অফিসারের কাছ থেকে পুনর্বহাল সংক্রান্ত এক আদেশে পুনরায় পুলিশ প্রহরায় মসজিদে প্রবেশ করে মুয়াজ্জিনের দায়িত্ব পালন শুরু করে। তার যোগদানের পর মসজিদটি মুসল্লি শূন্য হতে থাকে এবং এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। সংঘাতের আশঙ্কায় স্থানীয় থানা পুলিশের মধ্যস্থতায় ইব্রাহিমের মুয়াজ্জিনের পদে দায়িত্ব না পালন করার শর্তে এলাকাবাসি সম্মিলিতভাবে ঈদের নামাজ আদায় করে। তবে ঈদের পর পুনরায় সেখানে মুয়াজ্জিন পদে দায়িত্ব পালন করছে মো. ইব্রাহিম হোসেন। নারী কেলেঙ্কারির প্রমাণ থাকা সত্ত্বেও তার শাস্তি না হওয়ায় এলাকাবাসীর মনে ক্ষোভ দেখা দিয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close