চাঁদপুর প্রতিনিধি

  ০৫ মে, ২০২৪

কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

দুই উপজেলায় মনোনয়ন বৈধ ২৭ প্রার্থীর, বাতিল ১

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ২৮ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ১ প্রার্থী বাতিল এবং বাকী ২৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

যাচাই-বাছাই শেষে রবিবার (৫ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লা ও রিটার্নিং কর্মকর্তা (কচুয়া-ফরিদগঞ্জ) মো. মোজাম্মেল হোসেন।

জানা যায়, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে। গত ২ মে ওই দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ১১, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থীসহ ২৮ প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাইতে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী সোহবার হোসেন চৌধুরী সোহাগ ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে তিনি চাইলে আপিল করার সুযোগ রয়েছে।

কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন-উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাহজাহান, পৌর যুবলীগ সভাপতি মো. মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আইয়ুব আলী পাটোয়ারী ও জাতীয় পার্টির কচুয়া উপজেলা সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন।

ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন- উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ জালাল, আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ রাকিবুল হাসান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আ. জব্বার বাহার, সাবেক ছাত্রলীগ নেতা মো. জোবায়ের হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন- উপজেলা যুব লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পারভীন আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা সহিদ, আওয়ামী লীগ সমর্থক কুলসুমা আক্তার, জেলা কৃষক লীগের সদস্য জ্যোৎস্না আক্তার, উপজেলার সাবেক ছাত্রলীগ সদস্য আমেনা আক্তার, উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শ্যামলী বেগম।

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন-সাবেক ছাত্রলীগ নেতা মো. তছলিম আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আমির আজম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. তোফায়েল আহমেদ ভূঁইয়া এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।

ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন-উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আবু সুফিয়ান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন মনির, যুবলীগ নেতা মো. কামরুজ্জামান পাটওয়ারী ও আওয়ামী লীগ সমর্থক মো. কামরুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ সমর্থক মাজুদা বেগম, উপজেলা আওয়মী লীগের মহিলা সম্পাদিকা রীনা নাছরিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগম।

ওই দুটি উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১২ মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে। প্রচার পর্ব শেষে ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমএ ভোট গ্রহণ হবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাঁদপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close